হীড বাংলাদেশ

HEED BANGLADESH

সর্বশেষ:

Latest news

পঠভূমি

১৯৭৪ সালে যুদ্ধ পরবর্তী দেশ গঠনে বিশেষ করে স্বাস্থ্য,শিক্ষা ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জীবন মান ও আর্থ্ সামাজিক উন্নয়নে জাতীয় খ্রীষ্টান সোসাইটি ও কতিপয় বিদেশী সংস্থার সমন্বয়ে সম্পূর্ণ্ অলাভজনক ও অরাজনৈতিক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে হীড বাংলাদেশ এর জন্ম।

নংজেলানিয়মিতসর্বমোট
পুরুষমহিলামোট
০১সিলেট১৮জন০৮জন২৬জন২৬জন

১।প্রতি মাসে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় যক্ষ্ম্ সচেতনতা বিষয়ক সচিত্র বার্তা প্রচার করা হয়।

২।সিলেট জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডট্স কর্নারের মাধ্যমে হীড বাংলাদেশ এর যক্ষ্ম কার্য্ক্রম পরিচালিত হয়।

৩।সিলেট জেলায় প্রতি তিন মাসে (প্রতি কোয়ার্টার) গরিব ও প্রান্তিক সন্দেহজনক যক্ষ্মা রোগীর (১২ উপজেলা) যক্ষ্মা নিরুপনে বিভিন্ন ক্লিনিক্যালি পরিক্ষা নিরীক্ষা বাবদ গড়ে দুই লক্ষ আশি হাজার (২,৮০,০০০/=)টাকা সামাজিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।